January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 2:48 pm

শুদ্ধাচার পুরস্কার পেলেন সিলেটের জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প ‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ ও অভিলক্ষ্য ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা’ বাস্তবায়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন।
সোমবার, (১৯ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের সভাকক্ষে সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন জেলা প্রশাসকের হাতে এই পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, প্রতি বছর সততা, নৈতিকতা, সেবা প্রদানের দক্ষতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, কৰ্তব্যনিষ্ঠা, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পুরস্কার প্রদান করা হয়।