অনলাইন ডেস্ক :
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্ব জুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রমেই দুর্বল হচ্ছে। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে এখনো আইনের শাসন আছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় পশ্চিমা বিশ্ব যে প্রচেষ্টা চালাচ্ছে, তা দীর্ঘমেয়াদে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওবামা বলেন, কিছু নিদর্শন থেকে বোঝা যাচ্ছে যে, গণতান্ত্রিক নীতিগুলোর ক্ষয় হচ্ছে।
তিনি সতর্ক করেন যে, বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দেখা দিতে পারে। যদিও ওবামা বিশ্বাস করেন, লড়াই অব্যাহত রাখলে গণতন্ত্রের বিজয় হতে পারে। ‘গণতন্ত্রের বিজয় হবে?’ শীর্ষক সাক্ষাৎকারে বৃহস্পতিবার ওবামা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে। তাই আমাদের এগুলোর সংস্কার করতে হবে।
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন