ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।শনিবার উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইমুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি।
তিনি আরও জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
সাবেক ক্রিকেটার-এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল