December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 8:28 pm

জন্মদিনে অন্যরকম এক হ্যাটট্রিক করলেন মেসি

অনলাইন ডেস্ক :

৩৬ বছর পূর্ণ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পর এটি ছিল তার প্রথম জন্মদিন। আর এই বিশেষ দিন অন্যভাবে রাঙিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। নিজের জন্মদিন উদযাপনে নিজ শহর রোজারিওতে গিয়েছিলেন মেসি। সেখানে এক প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। রোজারিওতে এদিন ফুটবলকে বিদায় জানান মেসির ছোটবেলার ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজের কিংবদন্তী ও সাবেক আর্জেন্টাইন ফুটবলার ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজ।

তার বিদায়ী ম্যাচে অংশ নেন মেসি। মেসি ছাড়াও ম্যাচটিতে অংশ নেন আর্জেন্টাইন কিংবদন্তী বাতিস্তুতা, জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। শনিবার রোজারিওর স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন মেসি। ম্যাচটিতে নিউয়েল’স ওল্ড বয়েজ লিজেন্ডসের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন মেসি। তারপরও ম্যাচটিতে ৭-৫ গোলে জয় পায় নিউয়েল’স ওল্ড বয়েজ। ম্যাচ শেষে মেসি বলেন, ‘রদ্রিগেজের প্রতি শ্রদ্ধা জানাতে সকলে এখানে এসেছেন। এই সুন্দর দিনে তার পাশে থাকতে পেরে ভালো লাগছে। আমি বলতে চাই এই দিনটি শুধুই রদ্রিগেজের।’