ঈদের দিন সকাল ৭টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের প্রথম জামাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
দ্বিতীয়টি সকাল ৮টায় এবং পরবর্তী তিনটি জামাত যথাক্রমে সকাল ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তবে আবহাওয়াজনিত সমস্যার ক্ষেত্রে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
—-ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
যুক্তরাষ্ট্রের ‘বি১ ভিসা বন্ড’ শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান খলিলুর রহমানের
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি চলছে