ঈদুল আযহার আগে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতগামী যাত্রীর সংখ্যা বেড়েছে। গত সাত দিনে ৪৫ হাজার বাংলাদেশি কেনাকাটা করতে বা ছুটি কাটাতে প্রতিবেশি দেশটিতে গেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় তিন হাজার থেকে ৩৫০০ বাংলাদেশি ভারতে গেছেন এবং চলতি সপ্তাহে প্রতিদিন যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজারে।
তারা বলেছে, প্রায় ৪৫ হাজার যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছে। এই সময়ে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া যাত্রী মোজাফফর রহমান জানান, সপরিবারে ঈদের কেনাকাটা করতে কলকাতা যাচ্ছিলেন। কাপড়ের দাম নাগালের মধ্যে থাকায় মাঝেমধ্যে কলকাতায় যান তিনি।
এছাড়া অনেকেই সেখানে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন।
যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য দ্রুত পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করেছে বেনাপোল চেকপোস্ট কর্তৃপক্ষ।
তবে ভারতীয় চেকপোস্টগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিদিন গড়ে ৭ হাজার পাসপোর্ট যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতে যাচ্ছেন। আগামী সপ্তাহে এই সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যেতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে শহীদ পরিবারকে সম্মাননা ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
অসহায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আরপিএমপি কমিশনার
পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারিতে জড়ালো ছাত্রদল, মোটরসাইকেল ভাংচুর