January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 27th, 2023, 8:14 pm

রাজ্যকে নিয়ে আনন্দ মুখর পরীমণি

অনলাইন ডেস্ক :

ঢালিউড অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব থাকেন। সাংসারিক নানা ঝামেলা কাটিয়ে উঠে প্রাত্যহিক কাজ এবং নিজের একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে ভালোই আনন্দ মুখর ও ব্যস্ত সময় কাটছে তার। মাঝে মধ্যেই সেসব মুহুর্তের ছবি কিংবা ভিডিও পোস্টও করেন পরী। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলেকে নিয়ে মর্নিং ওয়াকের গোলাপী স্নিগ্ধতার একগুচ্ছ ছবি পোস্ট করলেন এ নায়িকা। একটি সরু রাস্তার একপাশে ছেলেকে কোলে নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন পরীমণি। ছবিতে দেখা যাচ্ছে পিংক রঙের একটি স্লিভলেস টি-শার্ট ও ট্রাউজার পরেছেন পরী। আর ছেলের পরনে কালো ও হলুদ রঙের টি-শার্ট ও শর্ট প্যান্ট।

অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আকাশটা ঠিক জীবনের মতো। এত সাদা, এত নীল। এই আবার মেঘ। জীবনও তাই। কত যে রং তারৃ।’ এরপরই তিনি লেখেন, ‘আমরা একটু মর্নিং ওয়াকে গেছিলাম।’ উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে ২৬ মে মুক্তি পেয়েছিল পরীমণি অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। আবারও সিনেমাটি দেখা যাবে ঈদের ছুটির পর থেকে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে।