অনলাইন ডেস্ক :
পশ্চিম ভারতে শুক্রবার দিবাগত রাতে টায়ার বিস্ফোরণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কায় এবং গাড়িটিতে আগুন লেগে যায়। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা সুনীল কাদাসনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, রাত দেড়টার দিকে মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার একটি মহাসড়কে দুর্ঘটনার সময় বাসটিতে ৩৩ জন ছিলেন।
তিনি আরও জানান, বেঁচে যাওয়া আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেসরকারি ট্রাভেল বাসটি নাগপুর থেকে পুনে শহরের দিকে যাচ্ছিল।
পুলিশ সূত্র বলছে যে বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল রক্ষণাবেক্ষণ করা সড়ক এবং পুরানো যানবাহনের কারণে ভারতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

আরও পড়ুন
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ