December 31, 2025
Monday, July 3rd, 2023, 8:45 pm

পরীর রাজ্য অসুস্থ, রাজ মালদ্বীপে

অনলাইন ডেস্ক :

অনেকদিন থেকেই চলছে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্যজীবনের টানাপোড়েন। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ না ঘটলেও দুজন এখন আলাদা থাকছেন বলেই সবাই জানে। এরইমধ্যে ছেলে রাজ্য অসুস্থ। তাকে নিয়ে পরী আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এদিকে জানা গেছে, ছেলের এই সময়ে বাবা রাজ আছেন মালদ্বীপে। গত রোববার বিকেলে অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘অসুস্থ রাজ্য।’ তবে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে কিছু পরিষ্কার করেননি তিনি। কমেন্ট বক্সে পরীর ছেলের সুস্থতা কামনা করছেন ভক্ত-শুভাকাক্সক্ষীরা। ঈদে ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা, এ বিষয়ে রাজ বলেন, ‘আমার মালদ্বীপ আসার প্ল্যান কয়েক দিন আগেই করা।

ঈদের আগের রাতে বনানীতে আমরা দেখা করি। রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা হয় আমাদের। ঈদের দিন দেখা কিংবা কথা, কিছুই হয়নি।’ রাজের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে পরীমণি বলেন, ‘ও তো যা খুশি করছে। নিজের মতো চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী!’ প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।