January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 4th, 2023, 8:52 pm

শতভাগ ফিট না হওয়া সত্বেও প্রথম ওয়ানডে খেলবেন তামিম

অনলাইন ডেস্ক :

শতভাগ ফিট না হওয়া সত্বেও আগামীকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। লোয়ার ব্যাক ইনজুরির কারণে রেকর্ড ৫৪৬ রানে জয় পাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম।। ওয়ানডে সিরিজের আগে অনুশীলন সেশনে আবারও পুরনো ইনজুরি দেখা দেয় তামিমের। এতে আগেভাগেই সতর্ক হন তিনি। মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের তামিম বলেন, ‘আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে আগের চেয়ে ভালো অবস্থাস্থ আছি। কিন্তু বলবো না, আমি শতভাগ ফিট আছি।’ তিনি আরও বলেন, ‘আগামীকাল (বুধবার) খেলার জন্য আমি প্রস্তুত। আগামীকাল খেলার পর বুঝতে পারবো কি অবস্থা আছে, অবস্থার মূল্যায়ন করা যাবে। দেখতে হবে, কতটা মানিয়ে নিতে পারছি আর কতটা পারছি না। কিন্তু আমি এমন কিছু করবো না যাতে দল সমস্যায় পড়ে। আমি সবসময় বলি, যে কোন ব্যক্তির আগে দল।’

এর আগে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, তামিম ওয়ানডে সিরিজ খেলতে না পারলে দলে অধিনায়ক এবং ব্যাক-আপ ওপেনার প্রস্তুত আছে। নেতৃত্ব উদ্বেগের বিষয় হলেও তার অনুপস্থিতি দলের জন্য সমস্যা হবে না বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘আমি মনে করি, দলের দায়িত্ব নেওয়ার মতো অনেকেই আছেন। এটি কোন বড় ব্যাপার নয়।’ এর আগে গত বছর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও দলের দায়িত্ব পালন করেছেন তিনি।

তবে ওয়ানডে ফরম্যাটে এখনও সহ-অধিনায়ক হিসেবে কাউকে দায়িত্ব দেয়নি বিসিবি। তামিম বলেন, ‘বোর্ড থেকে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচিত করা হয় এবং এই বিষয়ে আমার অভিমত অপ্রয়োজনীয়। আমি মনে করি না, কোন অধিনায়ক কখনও বলেছেন- তাকে সহ-অধিনায়ক হিসাবে দরকার বা ঐ ব্যক্তিকে প্রয়োজন। বোর্ড যদি মনে করলে সভাবেই সিদ্ধান্ত নিবে।’