চট্টগ্রামের ফটিকছড়িতে ডাক্তারের ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারী ও তার পেটের সন্তানের মৃত্যুর অভিযোগে সেবা হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিকে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীর নাম জান্নাতুল মাওয়া রনি (২২)।
ক্লিনিকে ভাঙচুরের সময় পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে রাত ৮টার দিকে ওই নারীর মৃত্যুর পর পরই হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় ডাক্তার, নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারী।
নিহত জান্নাতুল মাওয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকপুর গ্রামের পুকুরপাড় এলাকার রোমান উদ্দীনের স্ত্রী।
নিহতের স্বামী রোমান উদ্দীন অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে ডেলিভারি করানোর জন্য তার স্ত্রীকে বেসরকারি সেবা ক্লিনিকে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘আমার স্ত্রীকে সিজার করানোর জন্য চিকিৎসকরা ইনজেকশনের ডাবল ডোজ প্রয়োগ করার পর পরই তার মৃত্যু হয়। এটি হত্যা। আমি এই হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে বক্তব্য জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশ হাসপাতালটি ঘিরে রাখে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ জানান, একজন রোগীর মৃত্যু হওয়াতে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
নাজিম এবং আজিজ “রোওয়ান” কার্য্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়