January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 5th, 2023, 5:54 pm

আবারও কলকাতার সিনেমায় চঞ্চল

অনলাইন ডেস্ক :

গত মঙ্গলবার রাতের একটি পোস্ট। দুজন হাসিমুখে গা ঘেঁষে বসে আছেন। একজন পরিচালক, অন্যজন অভিনেতা। একজনের ঝুলিতে অসংখ্য সফল ছবি। অভিনেতা চঞ্চল চৌধুরী এবং পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের একসঙ্গে ছবি দেখে শুরু গুঞ্জন। নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি) যোগ দিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন কলকাতার অনেকেই। আবার বাংলাদেশি অনেক তারকাও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যগ দিতে গেছেন তারা। সেই সূত্রেই প্রসূন ও চঞ্চলের দেখা হয়ে গেল। হোটেল ঘরে দুজন একসঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। যে ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরিচালক। ‘দোস্তজী’ ছবির মাধ্যমে এই মুহূর্তে এই নামটা সকলেরই পরিচিত।

আর চঞ্চলের জনপ্রিয়তা দিন দিন ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশে। তার অভিনীত বেশ কিছু সিনেমা এবং সিরিজ নিয়ে আলোচনার শেষ নেই। তাই দুজনকে এক ফ্রেমে দেখে তৈরি হয়েছে উত্তেজনা। প্রসূন নিজেদের ছবি পোস্ট করে লেখেন, ‘এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!’ সৃজিত মুখোপাধ্যায়ের পর এবার কি তবে প্রসূনের ছবির প্রস্তুতি শুরু করে দিলেন চঞ্চল? নিউ ইয়র্ক থেকে প্রসূন বললেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি।’ তবে প্রাথমিক স্তরে যে দুজনের কথাবার্তা হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন প্রসূন। ৭ জুলাই কলকাতায় ফিরবেন পরিচালক। তার পরেই কি নতুন ছবি নিয়ে আলোচনা হবে? অন্যদিকে মৃণাল সেন রূপে বড় পর্দায় চঞ্চলকে দেখার অপেক্ষায় দর্শক। তবে সে ছবির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সূত্র : আনন্দবাজার