অনলাইন ডেস্ক :
লিডসে ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টে হাটুঁর ইনজুরিতে পড়েন ভারতের অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা।ম্যাচ শেষে ইনজুরির অবস্থা বুঝতে স্ক্যান করার জন্য হাসপাতালে নেয়া হয় এই অল-রাউন্ডারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতলের পোশাক পরে ছবি পোস্ট করেন জাদেজা। ছবির ক্যাপশনে জাদেজা লিখেন, ‘এটা খুব একটা ভালো জায়গা নয়।’ জাদেজার ইনজুরি সর্ম্পকে এখনো বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় বোর্ড। টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ডান পায়ের হাঁটুতে আঘাত পান জাদেজা। পরবর্তীতে মাঠ ছাড়লেও, কিছুক্ষণ পর আবারও তিনি ফিল্ডিংয়ে নামেন। সতর্কতার জন্য জাতদেজার ইনজুরির অবস্থা ভালোভাবে খতিয়ে দেখতেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সিরিজে এখন পর্যন্ত পাঁচ ইনিংস ব্যাট করে ১৩৩ রান করেন জাদেজা। বল হাতে নিয়েছেন মাত্র ২ উইকেট। লিডস টেস্টে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হারে ভারত। এতে সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড। লর্ডস টেস্ট ১৫১ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। প্রথম টেস্ট ড্র হয়। আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
আরও পড়ুন
শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরি, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন
রিশাদের দখলে ‘ফজল মাহমুদ’ ক্যাপ, যা বলছেন অধিনায়ক আফ্রিদি