অনলাইন ডেস্ক :
রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি আর এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখা যায় না। এক দশক ধরেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আর কিছুদিন পরই ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সব ঠিক থাকলে পাকিস্তানও সেই আসরে খেলবে। লিগ পর্বে দুই দলের ম্যাচ ১৫ অক্টোবর। ইতোমধ্যেই সেই ম্যাচ নিয়ে ছড়াচ্ছে উত্তেজনা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচটি। ভেন্যু ঘোষণা হতেই সেখানে হোটেল ভাড়া ১০ গুণ বেড়ে গেছে। দুই দেশের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। গণমাধ্যমেও নিয়মিত শিরোনাম হচ্ছে এই ম্যাচ। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই স্রোতে গা ভাসাচ্ছেন না।
তিনি জানেন, বিশ্বকাপে তাদের ৯টি ম্যাচ খেলতে হবে। তাই শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চিন্তা করার সুযোগ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাবর আজম বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি না। আরও ৮টা দল আছে, শুধু ভারতকে হারালেই আমরা ফাইনালে চলে যাব না। আমাদের মনোযোগ তাই একটা দলের ওপর নয়, টুর্নামেন্টের সব প্রতিপক্ষের ওপর।
সব দলের বিপক্ষে ভালো খেলা এবং জেতা- এটাই আমাদের পরিকল্পনা। ’ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তিনটি ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান অধিনায়ক বাবর যেকোনো ভেন্যুতে খেলার জন্যই প্রস্তুত, ‘যে জায়গাতেই হোক না কেন, আমরা সেখানে খেলব। একজন পেশাদার হিসেবে এটাই আমরা করি, আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। একজন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমি প্রতিটি দেশে দাপট দেখিয়ে রান করে পাকিস্তানকে জেতাতে চাই। আমরা এমনটাই ভাবছি, শুধু একটা দলের বিপক্ষেই খেলব এমন না।’
আরও পড়ুন
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন