অনলাইন ডেস্ক :
গত এক দশক ধরেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকার আসনটি দখল করে আছেন নেইমার। যদিও ইনজুরি আর খামখেয়ালির জন্য যতটা উচ্চতায় তার ওঠার সুযোগ ছিল, ততটা পারেননি। নেইমার পরবর্তী যুগে ব্রাজিলের নতুন তারকা ভিনিসিয়ুস জুনিয়র। যার আদর্শ হলেন আবার নেইমার। দুজনের মাঝে দারুণ সম্পর্ক। আরও একবার যেটা প্রকাশিত হলো সোশ্যাল মিডিয়ায়। ক্লাব ফুটবলে এখন বিরতি থাকায় খেলোয়াড়েরা নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন। এই সুযোগে ব্রাজিলের রাজধানী রিওতে নেইমারের সঙ্গে সময় কাটালেন ভিনিসিয়ুস জুনিয়র। নিজের আদর্শ ফুটবলারের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও দিয়ে ভিনিসিয়ুস লিখেছেন, ‘আপনার আদর্শের সঙ্গে যখন বন্ধুত্ব গড়ে ওঠে এবং সে আপনার সঙ্গে সময় কাটাতে আসে। কখনো নিজের স্বপ্নের পিছু ছাড়বে না- এই কথাটা আগে কখনো এতটা অর্থবহ মনে হয়নি।
এত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ এবং আমি তোমাকে ভালোবাসি।’ ভিনির সেই পোস্টের কমেন্টবক্সে নেইমার লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি। জাতীয় দলের সতীর্থ হিসেবে ভিনিসিয়ুসকে সবসময় নানা পরামর্শ দিয়ে যান নেইমার। শুধু তাই নয়, ভিনির ওপর বর্ণবাদী দর্শকদের আক্রমণের প্রতিবাদেও তিনি সরব হয়েছেন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নেইমার লিখেছিলেন, ‘আমাদের কিছু একটা করতে হবে। এটা (বর্ণবাদ) আর কত দিন সহ্য করব? অন্ধ লোকেরা আর কতদিন এসব চালিয়ে যাবে? আমি ভিনির পাশে আছি। বর্ণবাদ ঘৃণ্য একটি ব্যাপার।’
আরও পড়ুন
আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস