Monday, July 10th, 2023, 1:42 pm

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এই তথ্য জানান।

তিনি আরও জানান, ক্যাম্প-১৭ এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির পর ঐ এলাকা তল্লাশি করে নিহত শীর্ষ আরসা কমান্ডার আব্দুল হুসেন মাঝির লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইলফোন ও মোবাইলের সিম জব্দ করা হয়।

তিনি আরও জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। অভিযান চলমান থাকবে। বাকী সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

—-ইউএনবি