অনলাইন ডেস্ক :
গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশের নারী ফুটবল দল। আন্তর্জাতিক ম্যাচ না খেলার হতাশায় কেউ কেউ অবসরে চলে গেছেন। তবে আশার কথা হলো অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন সাবিনা-সানজিদারা। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে নেপাল। আগামী ১৩ ও ১৬ জুলাই ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। সাফ চ্যাম্পিয়নশিপে এই নেপালকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। এমনিতে অতিথিরা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে, আছে ১০১-এ।
আর বাংলাদেশের অবস্থান ১৪০। লাল সবুজ দলের নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটন নেই। আগেই পদত্যাগ করেছেন। তার জায়গায় সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু দায়িত্ব পালন করবেন। এ ছাড়া টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি তো আছেনই।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম