January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 11th, 2023, 7:41 pm

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশনের (ইএক্সএম) সদস্যরা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন। আগামী নির্বাচন ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন।

মঙ্গলবার সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ইসি তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ইইউ প্রতিনিধিদলের নেতা চেলেরি রিকার্ডো, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মিশনের একটি কারিগরি দল আগামী ১৮ ও ১৯ জুলাই ইসির সঙ্গে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আরও আলোচনা করবেন।

ইইউ প্রতিনিধিদলের নেতা রিকার্ডো বলেছেন, নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করতে তারা ঢাকায় রয়েছেন। ইইউ উচ্চ প্রতিনিধির জন্য একটি বিশ্লেষণ প্রস্তুত করা হচ্ছে। ওই বিশ্লেষণের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশে একটি পূর্ণ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করা হবে কি না।

সিইসি বলেছেন, তার মতামত ইইউ প্রতিনিধি দলের নেতার সঙ্গে তিনি একমত। এ ছাড়া তিনি কোনো মন্তব্য করেননি।

ইইউ মিশন আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

ইইউ মিশনের প্রতিনিধিরা জানান, নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ণ মিশনের মূল উদ্দেশ্য হলো আসন্ন সংসদ নির্বাচনের জন্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ‘পরামর্শযোগ্যতা, উপযোগিতা ও সম্ভাব্যতা ‘ মূল্যায়ন করা।

—-ইউএনবি