January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 11th, 2023, 8:47 pm

এক দশক পর জোহানেসবার্গে তুষারপাত

অনলাইন ডেস্ক :

এক দশক পর শুভ্র তুষারের দেখা মেলেছে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে। সোমবার দেশটির এমপুলাঙ্গা প্রদেশেও তুষারপাত হয়েছে। এতদিন পর এই আবহাওয়া উপভোগ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। দক্ষিণ গোলার্ধের শীতের সময় দ.আফ্রিকার কিছু অংশে জুন থেকে আগস্ট পর্যন্ত নিয়মিত তুষারপাত হয়। কিন্তু জোহানেসবার্গে ২০১২ সালের আগস্টে শেষবার তুষারপাত হয়েছিল। ১১ বছর পর এবার দেশটির বাণিজ্যিক জেলার নেলসন ম্যান্ডেলা স্কয়ারে ভারী তুষারপাতে পথ-ঘাট ঢেকে গেছে। অনেকে ঘর বা অফিস থেকে বেরিয়ে এই দৃশ্য উপভোগ করেন। কেউ কেউ ক্যামেরায় ছবিও তুলেন। একজন বাসিন্দা জেনিফার রয়টার্সকে বলেছেন, শেষবার যখন এখানে তুষার হয়েছিল তখন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর পর তুষারপাত হচ্ছে। এতদিন পর এই দৃশ্য দেখে খুব ভালো লাগছে। একজন সামজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্যকে ‘পিওর ম্যাজিক’ এবং দারুণ একটি সপ্তাহ বর্ণনা করেছেন। এ বিষয়ে উইটওয়াটারসরান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনিফার ফিচেট দ. আফ্রিকার টাইমস পত্রিকাকে বলেছেন, তুষার স্থায়ী হওয়ার সম্ভাবনা কম এবং আর্দ্রতা বেশি। প্রচ- শীতল আবহাওয়া এবং ঠান্ডা বাতাসের কারণে এমন ঘটেছে। যা প্রতি ১০ বছরে একবার হয়। তবে ২০১২ সালে তুষারপাত হয়েছিল, তার আগে ২০০৭ সালে। সূত্র: দ্য গার্ডিয়ান