অনলাইন ডেস্ক :
আসছে ক্রিকেটার এমএস ধোনির প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম ছবি ‘এলজিএম’ (লেটস গেট ম্যারেড)। সোমবার মুক্তি পেয়েছে এর ট্রেলার। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। ধোনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ছবির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি রঙিন ও মজার বিনোদনমূলক ছবি, জুলাইতে এটি বড়পর্দায় আসছে।’ রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে অল্পবয়সী যুবক-যুবতীদের বিয়ে করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। এটি তামিল ভাষার ছবি।
রমেশ তামিলমণি পরিচালিত এই ছবির মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের। রোববার চেন্নাইতে ছিল ছবিটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। ছবির নায়ক হরিশ কল্যাণ, যিনি কিনা ২০১০ সালে ‘ওহ মানাপেনে’ ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো ছবিতে কাজ করেছেন। ছবির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০১৮ সালে তামিল ছবি ‘নাচিয়ার’ হাত ধরে বড়পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলুগু ছবি ‘সেলফিশ’-এ ও অভিনয় করেছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
ফারুকী, সেলিম, রাফি, হিমেলসহ আলোচিত ৮ পরিচালক
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
দীর্ঘদিন পর ফেরা তারকারা