অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় সম্প্রতি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পা রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন ‘বিজয় মক্কাল ইয়াক্কম’ নামে নিজের দল। শোনা যাচ্ছে, ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতিও নিচ্ছেন তামিল এই হিরো। সম্প্রতি একাধিক বার ট্রাফিক আইন ভাঙার জন্য পুলিশের হাতেও পড়তে হয়েছে থালাপাতিকে। তবে মাত্র পাঁচশত টাকা জরিমানা দিয়েই ছাড়াও পেয়েছেন তিনি। সম্প্রতি চেন্নাইয়ে থালাপাতি বিজয়ের দলের একটি বৈঠক সেরে গাড়িতে ফেরার পথে একাধিক বার ট্রাফিক সিগন্যাল ভাঙেন। এদিকে প্রিয় তারকাকে দেখতে পেয়ে তার পিছু নিয়েছিল কিছু ভক্তের দল।
তাদের এড়িয়ে এগিয়ে যাওয়ার জন্যই ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা করেননি বিজয়। তবে একাধিক বার ট্রাফিক আইন ভাঙার জন্য পুলিশের হাতে পড়তে হয়েছে তাকে। কিন্তু তারকা বলে ছাড় না পেলেও মাত্র ৫০০ টাকা জরিমানা দিতে হয়েছে অভিনেতাকে। থালাপাতি বিজয়ের রাজনীতির পাশাপাশি লোকেশ কনগরাজের ‘লিয়ো’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে তার এই নতুন সিনেমাটি। এতে একটি বিশেষ চরিত্রে নাকি দেখা যেতে চলেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকেও। অন্য দিকে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’-এও নাকি একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে তামিল এই তারকাকে। যদিও এখনও পর্যন্ত তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম