অনলাইন ডেস্ক :
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো একে এলোপাতাড়ি হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানি তৈরি শাহেদ ড্রোন দিয়ে বিভিন্ন দিক থেকে এসব হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, এসব হামলা প্রতিহত করতে ইউক্রেনীয় বিমান বিধ্বংসী ইউনিটগুলো নিযুক্ত হয়। এতে করে রাজধানীর বিভিন্ন জেলায় আগুনের সূত্রপাত ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। ফলে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেন, দারনিতস্কি জেলায় একতলা অ্যাপার্টমেন্ট ভবনে ধ্বংসাবশেষ পড়ে তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেইসঙ্গে আহত হয়েছেন এতে দুইজন। এ ছাড়া শেভচেনকিভস্কি জেলায় এক ভবনের বেলকুনিতে আগুন ধরে যায়। এ ছাড়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেন দাবি করেছে তারা কিয়েভ ও দেশের বিভিন্ন জায়গায় রাশিয়ার ছোঁড়া ২০টি ড্রোন হামলা এবং দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেছেন, ২০টি শাহেদ ড্রোন এবং দুইটি কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে
আরও পড়ুন
পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫৪ জনের প্রাণহানি
ইরানের হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত
রাজ্যসভার সদস্য হলেন হর্ষবর্ধন শ্রিংলা