অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে নাম লেখালেন তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। তবে কী ধরণের চুক্তিতে তিনি সান্তোস থেকে চেলসিতে গেলেন, সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, ১৮ বছর বয়সী এই তরুণের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন চেলসি। এতে ব্লুজদের ব্যয় হয়েছে ১৫ মিলিয়ন ইউরো। সব ধরনের প্রতিযোগিতায় সান্তোসের হয়ে ১২৯ ম্যাচ খেলে পাঁচ গোল করাসহ ১০টি অ্যাসিস্ট করেছেন গ্যাব্রিয়েল।
২০২০ সালে মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে খেলতে নেমে তিনি অনুর্ধ্ব-২০ দলের তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছিলেন। একইসাথে কোপা লিবারেটডর্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েছেন।
গ্যাব্রিয়েলের আগে চেলসিতে এবারের গ্রীষ্মে যোগ দিয়েছেন নিকোলাস জ্যাকসন, ক্রিস্টোফার এনকুকু, কেন্ড্রি পায়েজ, দিয়েগো মোরেইরা ও ডুয়ান রিচার্ডস। শোনা যাচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা পাওলো দিবালাকেও রোমা থেকে দলে টানার চেষ্টা করছে চেলসি। ইতালির রাজধানীর ক্লাবটিতে ২৯ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ ১ কোটি ২০ লাখ ইউরো।
আরও পড়ুন
নারী লীগের জন্য পুল ভাবনা, ক্লাবগুলোর দাবি মাসে দশ লাখ টাকা
পিঙ্ক টেস্টের নেপথ্য ঘটনা, যার সঙ্গে জড়িয়ে অজি কিংবদন্তীর স্ত্রী
শেষের বাঁশি কি শুনতে পাচ্ছেন রোহিত–কোহলি