January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 17th, 2023, 8:24 pm

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১২

অনলাইন ডেস্ক :

পর্যটকবাহী বাস খাদে পড়ে পাকিস্তানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গত রোববার গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখনও নিহত পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, দ্রুতগতির কারণে টুরিস্ট বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। একইসঙ্গে আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। দ্য নিউজ ইন্টারন্যাশনাল