অনলাইন ডেস্ক :
মা হয়েছেন মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাদের শাম্মাস ও লিন্ডসে লোহান দম্পতির এটি প্রথম সন্তান। লিন্ডসে লোহানের মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সোমবার লিন্ডসে লোহানের মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে- ‘এ দম্পতির পরিবার ভালোবাসার চাঁদের আলোয় ভাসছে।’ পেজ সিক্স ডটকম জানিয়েছে, বাদের শাম্মাস ও লিন্ডসে লোহান দুবাইয়ে বসবাস করনে। সেখানে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লিন্ডসে লোহান। তবে লিন্ডসে লোহানের সন্তানের জন্ম তারিখ এখনো প্রকাশ করেনি। গত মার্চ মাসে মা হতে যাওয়ার ঘোষণা দেন লিন্ডসে লোহান।
মার্কিন সংবাদমাধ্যম টিমজেড ডটকমকে তিনি বলেছিলেন, ‘পরিবারে নতুন সদস্য আগমনের খবরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের যাত্রা শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’ ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবার একসঙ্গে দেখা যায় লিন্ডসে লোহান ও বাদেরকে। এরপর এ জুটির সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়। ২০২১ সালে বাগদানের ঘোষণা দেন। গত বছর বিয়ে করেন এই জুটি।
আরও পড়ুন
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে
সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা
ফিরে দেখা ২০২৪, হলিউডের যে ১০ সিনেমা গড়েছে আয়ের রেকর্ড