অনলাইন ডেস্ক :
করোনা মহামারি ও বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পে প্রচুর অর্থ ঢালার পরেও লাভের মাঝে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা ১ কোটি ১৮ লাখ ইউরো লাভ দিয়ে ২০২২-২৩ অর্থ বছর শেষ করেছে। লাভের মাঝে থাকলেও গতবারের চেয়ে তা ১০ লাখ ইউরো কম। তবে সর্বশেষ চার বছর ধরে মাদ্রিদের অভিজাতরা লাভের মাঝে রয়েছে। রিয়াল মাদ্রিদ বিবৃতিতে বলেছে, ‘২০২২-২৩ অর্থ বছরে ৮৪ কোটি ৩০ লাখ ইউরো আয় হয়েছে। যা ২০২১-২২ অর্থ বছরের তুলনায় বেড়েছে ১২ কোটি ১০ লাখ তথা ১৭ শতাংশ।’
রিয়াল মাদ্রিদ আরও জানিয়েছে, বর্তমানে তাদের নেট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮০ লাখ ইউরো। গত মৌসুম থেকে যা ১ কোটি ২০ লাখ বেশি। তাছাড়া বার্নাব্যু প্রজেক্ট বাদে তাদের নেট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ ইউরো। এই জায়গায় তাদের উন্নতি-ই হয়েছে। গত বছর এই ঋণের পরিমাণ ছিল আরও বেশি ২৬ কোটি ৩১ লাখ ইউরো!
আরও পড়ুন
পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ
রাত আড়াইটায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে
বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত