নিউজ ডেক্স :
আফগানিস্তানের জাবুল প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
সোমবার (১০ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।
জাবুল প্রদেশের গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সায়াল জানান, রোববার (৯ মে) শেষ রাতের দিকে এ ঘটনা ঘটে।
তিনি জানান, এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
গত সেপ্টেম্বর মাসের ১১ তারিখে যুক্তরাষ্ট্র তাদের সৈন্য তুলে নেওয়ার ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে উঠছে আফগানিস্তান। সম্প্রতি সেটা আরো বেড়েছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি হামলা হয়েছে। এরই মধ্যে তালেবানরা আবার ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
আরও পড়ুন
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬৩২ জন গ্রেফতার
তহবিল ঘাটতিতে ১৪ হাজার শান্তিরক্ষী কমাতে যাচ্ছে জাতিসংঘ
নওগাঁ-৬ আসনের সাবেক এমপিসহ ৫ জন গ্রেফতার