অনলাইন ডেস্ক :
সাঁইত্রিশ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।এক বিবৃতিতে স্টুয়ার্ট বিনি সোমবার বলেন, ‘দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সীমাহীন আনন্দের ও গর্বের।’ তিনি কর্ণাটকের জার্সিতে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। তারপরে জাতীয় দলের হয়ে ৬টা টেস্ট, ১৪ ওয়ানডে এবং ৩টি টি২০-তে অংশগ্রহণ করেছেন। কিংবদন্তি রজার বিনির পুত্র স্টুয়ার্ট সোমবার এক বিবৃতিতে জানিয়ে দেন, ‘সকলকে জানাতে চাই, প্রথম শ্রেণির এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের এবং আনন্দের হয়ে থাকবে আমার কাছে।’ ‘আমি আমার কোচদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে সাহস যুগিয়েছেন। যেসব নির্বাচকরা আমার ওপর ভরসা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ক্রিকেট ক্যারিয়ারে আমার যেসব বন্ধু হয়েছে, সহকর্মী হয়েছে, যেসব অধিনায়ক আমাকে ভরসা করে নামিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর কোন কিছুই আমার পরিবারের সমর্থন ছাড়া সম্ভব হত না। আমি এই ক্ষেত্র ছাড়ছি সবাইকে মনে করে।’ ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনির পুত্র স্টুয়ার্ট বিনি। জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তি ল্যাঙ্গার স্টুয়ার্ট বিনির স্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সেভাবে মনে রাখার মত পারফরম্যান্স মেলে ধরতে না পারলেও বোলিংয়ে সেরার সেরা পারফরম্যান্স মেলে ধরেছিলেন। ২০১৪-র জুনে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। সেটাই ওয়ানডের ইতিহাসে সেরা বোলিং ফিগার। এই রেকর্ড তত আগে দখলে ছিল অনিল কুম্বলের। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুম্বলেও ৬ উইকেট দখল করেছিলেন। তবে কিংবদন্তি স্পিনার ১২ রান খরচ করেছিলেন। সেই রেকর্ডই উন্নত করেন বিনি ২১ বছর পরে। ৯৫টি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলা অভিজ্ঞতা সম্পন্ন তারকাকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪-য় ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৭৮ করে যোগ্যতার প্রমাণ রেখেছিলেন বিনি। সেটাই তাঁর খেলা ছয় টেস্টে একমাত্র হাফসেঞ্চুরি। বিনির আন্তর্জাতিক কেরিয়ারে ফুলস্টপ পড়ে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টি২০-তে। এক ওভারে খরচ করেছিলেন ৩১ রান। এভিন লুইস পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন বিনির ওভারে। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে যায় বিনির।
আরও পড়ুন
প্রিমিয়ার লিগে সন্দেহজনক আউট নিয়ে তদন্ত করছে বিসিবি
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
ম্যাচ জিতেও স্বস্তি নেই, জরিমানা গুনলেন বেঙ্গালুরু অধিনায়ক