January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 19th, 2023, 8:36 pm

এবার বদিউল আলম খোকনের সিনেমায় শাকিব

অনলাইন ডেস্ক :

এমন একটা সময় গেছে বদিউল আলম খোকনের সিনেমা মানেই নায়ক শাকিব খান। নায়কের নিজস্ব প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার পরিচালকও ছিলেন খোকন। সম্প্রতি এই পরিচালক জানিয়েছেন, ‘নীল দরিয়া’ শিরোনামে শাকিবকে নিয়ে আরও একটি সিনেমা করছেন তিনি। নায়ক আমেরিকা থেকে ফিরলেই শুট। তবে শাকিব খানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, বদিউল আলম খোকনের এই সিনেমা করছেন না শাকিব খান।

আমেরিকা থেকে ফিরে অগ্রীম নেওয়া পারিশ্রমিক ফেরত দেবেন নায়ক। কারণ, ‘প্রিয়তমা’র সফলতার পর শাকিব এখন এই ধরণের গল্প আর মেকিংয়ে মনোযোগ দিতে চাচ্ছেন। বদিউল আলম খোকনের সবশেষ ‘আগুন’ সিনেমায় কাজ করেছেন শাকিব খান। সিনেমাটির এখনও একটি গানের শুট বাকী আছে।