অনলাইন ডেস্ক :
সামনেই এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এমন বড় দুইটি বৈশ্বিক টুর্নামেন্ট সামনে রেখেও আগামী মৌসুমের সূচি ঘোষণার হিড়িক পড়ে গেছে। অন্যান্যের ছাপিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তো আগামী দুই মৌসুমেরই সম্ভাব্য সূচি ঘোষণা করে ফেলেছে। এর আগে ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এনে নতুন সূচি ঘোষণা করেছে পিসিবি। পিসিবির নতুন ঘোষিত সূচিতে দেখা যাচ্ছে, আগামী দুই বছরে দুই কিস্তিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। দুই সফরের মধ্যে বাংলাদেশ প্রথম সফরটি করবে ২০২৪ সালের আগস্টে। ঐ সফরে বাংলাদেশ-পাকিস্তান শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর বাংলাদেশ দল দ্বিতীয় দফা পাকিস্তান সফরে যাবে ২০২৫ সালের মে মাসে। ঐ সফরে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সীমিত ওভারের ঐ বিশ্বকাপ সামনে রেখেই ভবিষ্যৎ সূচিতে খানিকটা পরিবর্তন এনেছে পিসিবি।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নতুন সূচিতে সেটি পিছিয়ে ২০২৫ সালে নিয়ে গেছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজের ঐ সিরিজ পিছিয়ে দিয়ে পাকিস্তান জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিজেরাই উড়ে যাচ্ছে নিউজিল্যান্ডে। সেখানে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই টি-টোয়েন্টিকে অগ্রাধিকার দিয়েছে পাকিস্তান। শুধু নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ঐ পাঁচটি টি-টোয়েন্টি খেলা নয়, ২০২৪ সালের জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোট ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান! তার ১০টিই নিউজিল্যান্ডের বিপক্ষে। পাঁচটি নিউজিল্যান্ডে গিয়ে, পাঁচটি নিজেদের মাঠে। এ ছাড়া ইল্যান্ডের বিপক্ষে চারটি, নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ