খুলনা বিভাগের নড়াইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উপজেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আজাদ শেখ (৩০) পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজত শেখের বড় ভাই ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে খুলনায় যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’সমাবেশে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।
সন্ধ্যায় তিনি ও আরেক যুবলীগ কর্মী জনি সরদার বাড়ি ফেরার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই আজাদ নিহত হয়। তবে জনি সামান্য আহত হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে তাসমিম আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‘হত্যার কারণ শনাক্ত ও দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।
সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন খুলনা হাসপাতালে দেখতে গিয়ে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
—-ইউএনবি

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
তথ্যে গড়মিলে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল