January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 23rd, 2023, 7:52 pm

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২২ জুলাই) রাতে ফতুল্লার বাঁশমুলি এলাকায় একটি টিনসেড বাড়িতে তিতাসের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই এলাকার আলম (৩৫), রমজান (২২) ও রিফাত (১৩)৷ তাদের ৩ জনের বাড়ি কুমিল্লায়। পেশায় তারা রঙ মিস্ত্রী।

স্থানীয়রা জানন, রাত ১২টার দিকে খলিল মুন্সীর বাড়ির ব্যাচেলর ভাড়াটেদের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় টিনের চাল উড়ে যায় এবং উপর দিকে দেয়ালের কিছু অংশ ধসে পড়ে।

এদিকে, বিস্ফোরণের শব্দ শুনে বাড়ির অন্যান্য বাসিন্দারা ও আশপাশের লোকজন এসে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আলমের শরীরের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ এবং রিফাতের ২৮ শতাংশ পুড়ে গেছে৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রবিবার ভোরের দিকে তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম খান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে বিস্তারিত খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷

তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

—-ইউএনবি