এপি, বেইজিং :
চীনের হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে একটি মিডল স্কুলের জিমের ছাদ ধসে ১১ জন নিহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (২৩ জুলাই) বিকালে এই দুর্ঘটনা ঘটার পর থেকে সোমবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।
দেশটির সরকারি নিউজ এজেন্সি সিনহুয়া’র তথ্যমতে, স্কুলের ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। শ্রমিকেরা জিমের ছাদে নির্মাণ সামগ্রী জমা করে রাখায় সেগুলো বৃষ্টির পানি শুষে নেয়।
সিনহুয়া জানায়, ৩৪ নম্বর মিডল স্কুলের জিমনেসিয়ামে ১৯ জন ছিলেন। কিন্তু এদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
নির্মাণ ও শিল্প দুর্ঘটনা চীনে নিয়মিত ঘটনা। মূলত কোম্পানিগুলোর নিরাপত্তা বিধি না মানা এবং দুর্নীতি বা স্থানীয় সরকারি সংস্থাগুলোর দায়িত্বহীনতার অভাবের ফলে এসব দুর্ঘটনা ঘটছে।
এসব সমস্যা বিশেষত দ্বিতীয় ও তৃতীয়-স্তরের শহরগুলোতে তীব্র। যেমন-কিকিহার, যা রাশিয়ার সীমান্তবর্তী হেইলংজিয়াংয়ের চীনা রাস্টবেল্ট প্রদেশে অবস্থিত।
সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বড় আকারের অর্থনৈতিক পতন এবং বহির্মুখী অভিবাসন ঘটেছে।
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
সামিটের আজিজ খান ও তার পরিবারের রিট নাকচ, ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বহাল