অনলাইন ডেস্ক :
দেশের হকি আম্পায়ারদের মধ্যে সেলিম লাকি আন্তর্জাতিক অঙ্গনে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তারই পুরস্কার পেয়েছেন এবার। লাকি যাচ্ছেন জার্মানিতে। আন্তর্জাতিক হকি ফেডারেশন স্বীকৃত চার জাঁতি টুর্নামেন্ট হবে সেখানে, ১৮ থেকে ২৩ আগস্ট। স্পেন, ইংল্যান্ড, ভারত ও জার্মানি খেলবে।
এই দলগুলো আগামী জুনিয়র বিশ্বকাপে খেলবে। তার প্রস্তুতি হিসেবে চার জাতির টুর্নামেন্ট। আম্পায়ার সেলিম লাকি বলেন, ‘আইএইচএফ চিঠি দিয়ে জানিয়েছে, এশিয়া থেকে একমাত্র নিরপেক্ষ আম্পায়ার আমি। এটাই প্রথম এশিয়া থেকে কোনো নিরপেক্ষ আম্পায়ার ইউরোপে খেলা পরিচালনা করতে যাবে। এটা তরা লিখে দিয়েছে।’ সেলিম লাকি বাংলাদেশ থেকে প্রথম কোনো আম্পায়ার, যিনি এরইমধ্যে এলিট প্যানেলে নাম লিখিয়েছেন। ২০০৬-০৭ সালে আম্পায়ারিং পাশ করার পরই শুরু তার ক্যারিয়ার।
২০১২ সালে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ের খাতায় নাম লেখান। গৌহাটিতে এসএ গেমস হকিতে ভারত-পাকিস্তান ম্যাচ দুইবার পরিচালনা করেছেন লাকি। এশিয়ান কাপ, এশিয়ান গেমসসহ আন্তর্জাতিক টুর্নামেন্টে ৪৪টা ম্যাচ পরিচলনা করেছেন। ভিডিও আম্পায়ার হিসেবে তিন ম্যাচে কঠিন সিদ্ধান্ত দিয়েছেন। একসময় এই লাকি হকিস্টিক হাতে খেলতেন। অভিমানে স্বপ্নের খেলা ছেড়ে দিলেও মাঠ ছাড়েননি। আম্পায়ার হয়ে বাঁশি হাতে নেমেছেন। ২০০৫ সালে লাল দল ও সবুজ দল গঠন করা হয়েছিলো।
কোচ ছিলেন পাকিস্তানি কামার ইব্রাহিম। লাকি সুযোগ পাননি। প্রয়াত কিংবদন্তী হকি খেলোয়াড় আবদুল মালেক চুন্নু লাকির মামা। স্বপ্ন ছিল লাকি নিজেও খেলবেন। কিন্তু সেদিন কামার ইব্রাহিম সুযোগ না দেওয়ায় অভিমানে খেলাই ছেড়ে দিলেন লাকি। হাত থেকে স্টিক রেখে দিলেন, কিন্তু মাঠ ছাড়বেন না শপথ নিয়েছিলেন। আম্পায়ার হওয়ার স্বপ্নটা নিজেই এঁকে নিলেন। সফল হলেন। আজ তার ডাক আসে এশিয়া ছাড়িয়ে ইউরোপ থেকে। হকি ফেডারেশন চাইলে লাকিকে ইউরোপে পাঠানোর পথ মসৃণ করে দিতে পারে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল