চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) ভোরে উপজেলার হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)।
মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে এবং মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে।
দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, দুজনই ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের আছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ভোরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও বলেন, গাড়ির সামনের অংশ কেটে নিহত গাড়িচালক মাহবুব এবং গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের লাশ উদ্ধার করা হয়। গাড়ির ভেতর থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার