January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 26th, 2023, 8:56 pm

তামিম কেন মেন্টর চাইছেন, জানেন না মাশরাফি

অনলাইন ডেস্ক :

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একদিন পরেই অবসর ভাঙেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে একটা চাওয়ার কথাও জানিয়েছিলেন তামিম। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর (পরামর্শক) হিসেবে চেয়েছিলেন তামিম। এরপর থেকে মাশরাফি বিশ্বকাপে মেন্টর হিসেবে যাচ্ছেন কিনা, তা নিয়ে চলছে আলোচনা। তবে তামিম কেন মেন্টর চাইছেন সেটাই জানেন না মাশরাফি। বুধবার (২৬ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘(তামিমের চাওয়া মেন্টর হিসেবে) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেটআপ নেই। আমি আগেও বলেছি, আমার এ রকম কোনো মাইন্ড সেটআপ নেই।

আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ, সেটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’ তিনি আরও বলেন, ‘মেন্টরে কী লাভ হয় আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাইছে ! মেন্টর জিনিসটা তো, অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’