অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কা সফরে বাইশ গজের মঞ্চে স্বপ্নের মতো সময় কাটছে সউদ শাকিলের। গলে আগের টেস্টে করেছিলেন অপরাজিত ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার মাটিতে যা কোনো পাকিস্তানি ব্যাটারের প্রথম দ্বিশতক। দেশের বাইরে নিজের প্রথম ম্যাচেই শাকিল করেন ডাবল। তার আগে যে নজির ছিল শুধু জহির আব্বাসের। ১৯৭১ সালে ইংল্যান্ড সফরে ওই রেকর্ড গড়েছিলেন জহির। কলম্বোয় চলতি টেস্টে ৫৭ রানের ইনিংস খেলে এবার অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন সউদ শাকিল।
টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন নিজের প্রথম সাত ম্যাচেই অন্তত একটি পঞ্চাশছোঁয়া ইনিংসের গৌরবময় কীর্তি। অবিস্মরণীয় এই রেকর্ডে তিনি পেছনে ফেললেন সুনীল গাভাস্কার, বাসিল বুচার, সাঈদ আহমদ, বার্ট সুতক্লিফকে। এই কিংবদন্তিরা নিজেদের প্রথম ছয় ম্যাচেই খেলেছিলেন একটি করে পঞ্চাশ ছাড়ানো ইনিংস।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল