অনলাইন ডেস্ক :
অবন্ধুসুলভ নানা কর্মকা-সহ নানা অভিযোগের রাশিয়ার ৪৫ জন কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ তালিকায় রুশ দূতাবাসের ২৫ জন কর্মকর্তা ও ২০ জন কূটনীতিকের নামও উল্লেখ করা হয়। বহিষ্কৃত কূটনীতিকদের আগামী ১৫ আগস্টের মধ্যে চলে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে মলদোভার সরকার মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং বিরোধী দলকে সমর্থন করার অভিযোগ আনে। চলতি সপ্তাহে মলদোভার দুটি গণমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে বলা হয়, মলদোভার রাজধানী কিশিনাউয়ে রুশ দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে। এ নিয়ে গত মঙ্গলবার মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। রাশিয়ার অনুসন্ধানী মিডিয়া সাইট ইনসাইডার এবং মলদোভার জার্নাল টিভি চ্যানেলের মাধ্যমে এই খবর পাওয়া গেছে। মলদোভানের পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেন, অনেক বছর ধরে আমরা রাশিয়ার শত্রুতামূলক কর্মকা- ও নীতির উদ্দেশ্য হয়েছি। এ ধরনের কার্যক্রম তাদের দূতাবাসের মাধ্যমে করা হয়েছে। এদিকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের সর্বশেষ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে এই ঘটনার জবাব দেয়া হবে বলেও জানিয়ে দিয়েছে দেশটি।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩