January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 28th, 2023, 3:15 pm

গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সালেহ আহমদ(২৫) নামের একজন মারা গেছে। তিনি গোয়াইনঘাট উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

শুক্রবার (২৮ জুলা্ই) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উনাই হাওড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও ২টি রামদা উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লাবু, আলীর ও দেওয়ার এ তিন গ্রামের লোকজন ডাকাত সন্দেহে সালেহ আহমদকে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে জানা যায়, সালেহ আহমদ আন্তজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলাসহ একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে।

এদিকে ঘটনার মূল রহস্য উদঘাটন ও আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়ানঘাট থানা পুলিশ কাজ করছে।