January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 30th, 2023, 7:56 pm

শুটিং স্থগিত করলেন ব্র্যাড পিট

অনলাইন ডেস্ক :

ন্যায্য পারিশ্রমিকের দাবির পাশাপাশি শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন চলছে হলিউডে। লেখক, চিত্রনাট্যকারদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিনয়শিল্পীরাও। এই আন্দোলনে সংহতি জানিয়ে এবার ব্র্যাড পিট তার ফর্মুলা ওয়ান রেসিং মুভির শুটিং স্থগিত করেছেন। ব্র্যাড পিট তার ফর্মুলা ওয়ান রেসিং মুভির শুটিং করছিলেন ইউরোপে। বুদাপেস্টের হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে ছবির শুটিং চলছিল। শুটিং স্থগিত করায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে ছবিটি। তবে শিল্পীদের সঙ্গে একাত্মতা জানাতে ক্ষতির কথা না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ছবির শুটিং-এর নতুন দিনক্ষণ নির্ধারণ করা হবে আন্দোলন শেষ হলে। ছবির বেশিভাগ কলাকুশলীই নন-এসএজি।

প্রযোজক হিসেবে তিনি ছবির কাজ চালিয়ে যেতে পারতেন অনায়াসেই। তবুও সহশিল্পীদের সমর্থন করার জন্য ছবির কাজ স্থগিত করেছেন অভিনেতা। অন্তত দুই মাসের জন্য থেমে গেছে শুটিং। ব্র্যাড পিটের এই সিনেমাটির বেশিরভাগ দৃশ্য ইউরোপে ধারণ করা হবে। ফর্মুলা ওয়ান রেসে যে কতোটা পরিশ্রম করতে হয়, ঘাম ঝরাতে হয়, সেটা জানেন শুধু রেসিং ড্রাইভাররা। ফিট না থাকলে ভুল হতে বাধ্য। একটিমাত্র ভুল সিদ্ধান্তে থাকে দুর্ঘটনার আশঙ্কা। ঐ মারাত্মক স্পিডে দুর্ঘটনা ঘটলে প্রাণ যেতে পারে চালকের। এত ঝুঁকি থাকা সত্ত্বেও এই ছবির বেশিরভাগ দৃশ্যে লাইভ ধারণ করা হবে এবং স্টান্ট ব্যবহার হবেনা বললেই চলে। সূত্র: কলিডার