October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 31st, 2023, 8:59 pm

ভাত খাওয়া মানুষের গল্প ‘ভাইরাস’

অনলাইন ডেস্ক :

‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’ খ্যাত পরিচালক অনম বিশ্বাস নতুন সিরিজ নিয়ে ফিরছেন। তাঁর এবারের সিরিজের টাইটেল ‘ভাইরাস’। ওটিটি প্লাটফর্ম চরকি একটি পোস্টার প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত। পোস্টারে দেখা মিলেছে তারিক আনাম খানকেও। সিরিজে অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুর সহ আরও অনেকে। সেই সাথে এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছেন। কোন ভাবনা থেকে ‘ভাইরাস’ নির্মাণ করা এমন প্রশ্নে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি যেইটা তাদেরকে একটু হলেও ভাবায়।

পুরা শ্যুটিং এর সময় এমন গরম আর রোদ ছিলো, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই। (বলেই হাসতে থাকেন তিনি)। আর পালিয়ে যায় নাই তার মানে হইলো গল্পটা ছেড়ে যায় নাই, তারা গল্পের ভেতরে ছিলো।’ দর্শকদের উদ্দ্যেশ্য পরিচালক বলেন, ‘আমি চাই আপনারা কনটেন্টটা দেখুক, সমালোচনা করুক। এই সিরিজে পর্বে পর্বে আপনাদের জন্য বিভিন্ন মজা রাখা হইসে, মজা মিস কইরেন না।’ এই সিরিজে নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলো। আর সেই সাথে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করছি।’ তারিক আনাম খান বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এরকম এনার্জিটিক পরিচালক ও টিমের সাথে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।’