অনলাইন ডেস্ক :
১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-বি ধারা সংশোধন করে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যালয় ও গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান ও নিবন্ধনের প্রক্রিয়া সারা বছর চালু রাখার দাবীতে মঙ্গলবার সকাল ১০টায় রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের উদ্যোগে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন সংগঠনের আহ্বায়ক এবং বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
উক্ত গোল টেবিল আলোচনা সাভায় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণআধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন, ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান আশিক বিল্লাহ, গণসমাজ পার্টির আহবায়ক চাষী মামুন, বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি মোঃ রাসেল কবির, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, গণ আজাদি লীগ এর মহাসচিব মোঃ আতাউল্লাহ খান, সোনারবাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-উর-রশিদ, বেকার সমাজের সভাপতি মোঃ হাসান, গন রাজনৈতিক জোট এর সভাপ্রধান সৈয়দ নুজ্জামান লিটু, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, স্বদেশ পার্টির সভাপতি রফিকুল ইসলাম মন্টু ,বাংলাদেশ ইসলামী জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী জনতা পার্টির, সহ অর্থ সম্পাদক মোঃ শহিদুল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী রিপাবলিকান পার্টি চেয়ারম্যান মাওলানা নাজমুল হাসান মোল্লা, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ দ্বীন ইসলাম পার্টির চেয়ারম্যান মোঃ জুবায়ের হোসেন, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, রাষ্টচিন্তক ও সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা