অনলাইন ডেস্ক :
সীমান্ত-বারিশা দম্পতি মিডিয়ায় কাজের পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হলেন। গত বুধবার রাজধানীর হাজী ক্যাম্প এলাকায় তাদের রেস্তোরাঁ উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কোরিওগ্রাফার গৌতম সাহা। ‘মুসাফির’ নামে এই রেস্তোরাঁয় টাকা না থাকলেও ফ্রি খাওয়া যাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘মুসাফির’ রেস্তোরাঁর দুটো বিষয় আমার ভালো লেগেছে। কারো কাছে টাকা না থাকলে এখানে আসলে ফ্রি খেতে পারবেন। এটা খুব একটি মানবিক কাজ। তাছাড়া হজক্যাস্প ও এয়ারপোর্ট এড়িয়ায় সারারাত মানুষ থাকেন। বিদেশগামী মানুষদের জন্য এই রেস্তোরাঁ সারারাত খোলা থাকবে।’
সীমান্ত বলেন, রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি আমরা মানবিক বিষয়টিও মাথায় রেখেছি। খাবারের মানের দিকেও আমার নজর দিচ্ছি। আমাদের কিচেন বন্ধ হবে না। এখানে সবসময় খাবার পাওয়া যাবে। সীমান্ত নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেন। অন্যদিকে বারিশা একাধারে মডেল, উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব