অনলাইন ডেস্ক :
আকস্মিকভাবে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নীরবে থানায় আসেন। কিছু সময় থেকে ৯টার দিকে চলে যান। এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া। আজম মিয়া বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিই। সেই সুবাদে পরিচয়। আজ তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন। তাই আমার সঙ্গে দেখা করে গেলেন।’
কোনো আইনগত বিষয়ে কথা বলতে এসেছিলেন কি না জানতে চাইলে ওসি জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে না জানিয়ে অনেকটা হঠাৎ করেই থানায় এসেছেন। এদিকে অপু বিশ্বাস বললেন, ‘যেহেতু আমার লাল শাড়ি সিনেমাটি নারায়ণগঞ্জে চলছে। সেহেতু ফতুল্লা থানায় একটু গিয়েছিলাম। এটা সৌজন্য সাক্ষাতই বটে।’ লাল শাড়ি সিনেমাটি কেমন চলছে, ‘এ প্রশ্নের জবাবে ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা বলেন, আমি তো সবার মতো বলতে পারি না ফাটায় ফেলছে। তবে গড়পড়তা ভালো চলছে। এটাই আমার কাছে যথেষ্ট।’ লাল শাড়ি সিনেমায় অপুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সাইমন সাদিক।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল