January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 6th, 2023, 8:55 pm

হৃদয়ের ব্যর্থতার দিনে জাফনানের হার

অনলাইন ডেস্ক :

তাওহিদ হৃদয়ের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হেরেছে জাফনা কিংস। নিজেদের চতুর্থ ম্যাচে বি-লাভ ক্যান্ডির কাছে ৮ উইকেটে হেরেছে জাফনা। ২২ বলে ১৯ রান করেন হৃদয়। আগের দিনই সাকিব আল হাসানের দল গল টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন হৃদয়। গতরাতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জাফনা। ৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তিন নম্বরে নামা হৃদয় ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ৩টি চারে ২২ বলে ১৯ রানে আউট হন হৃদয়। হৃদয়ের আউটের পর জাফনার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

এতে ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় জাফনা। দুনিথ ওয়েলালাগে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। ক্যান্ডির হাসারাঙ্গা ডি সিলভা-নুয়ান প্রদীপ ৩টি করে উইকেট নেন। ১১৮ রানের টার্গেট ৪২ বল বাকী থাকতেই জয় তুলে নেয় ক্যান্ডি। তিন নম্বরে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন অধিনায়ক হাসারাঙ্গা। ৪ ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে জাফনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে সাকিবের গল টাইটান্স।