অনলাইন ডেস্ক :
সপ্তাহখানেক আগে আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে জানায়, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই ব্যাপারে ওই সময় চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। সোমবার তারা নিশ্চিত করলো প্রীতি ম্যাচ খেলার কথা। তবে একটি নয়, দুটি ম্যাচ খেলবে দুই দল। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমনিতে আগে থেকেই একটি ম্যাচ নিশ্চিত ছিল। এবার দ্বিতীয় ম্যাচটিও নিশ্চিত হলো। এই ম্যাচ দুটি মূলত অক্টোবর বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে হচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে ১৫৭তম সহানে। আর বাংলাদেশ ১৮৯। বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ভিডিও বার্তায় বলেছেন, ‘আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবো আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাই কে সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে।’ কোচ হাভিয়ের কাবরেরা ৯ আগস্ট দেশে আসবেন এবং তারপরই ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হবে। ২০ আগস্ট থেকে শুরু হবে খেলোয়াড়দের ক্যাম্প। ২৮ আগস্ট আফগানিস্তান দল বাংলাদেশে পা রাখবে। দুই ম্যাচ খেলার আগে সপ্তাহব্যাপী চলবে তাদের ক্যাম্প।
আরও পড়ুন
নারী লীগের জন্য পুল ভাবনা, ক্লাবগুলোর দাবি মাসে দশ লাখ টাকা
পিঙ্ক টেস্টের নেপথ্য ঘটনা, যার সঙ্গে জড়িয়ে অজি কিংবদন্তীর স্ত্রী
শেষের বাঁশি কি শুনতে পাচ্ছেন রোহিত–কোহলি