অনলাইন ডেস্ক :
পেলে গুরুতর অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চার দিকে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই নিশ্চিত করেছেন, সুস্থ আছেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে টুইট করে নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা তুলে ধরেন ৮০ বছর বয়সী পেলে। “বন্ধুরা, আমি জ্ঞান হারাইনি, আমি খুব ভালো আছি। রুটিন পরীক্ষার জন্য (হাসপাতাল) গিয়েছিলাম, মহামারীর কারণে আগে যা সম্ভব হয়নি।” কিছুটা রসিকতাও করেন তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার, “তাদের জানিয়ে দিন, আগামী রোববার আমি খেলব না!” মঙ্গলবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানান পেলের এক মুখপাত্র।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ