Wednesday, August 9th, 2023, 8:00 pm

ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মকর্তা উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

বুধবার তাকে দেশে আনা হতে পারে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে অপহরণ করে আল-কায়েদার সদস্যরা এবং মুক্তিপণ হিসেবে ৩ মিলিয়ন ডলার দাবি করে।

সুফিউল আনাম তাকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি ভালো আছি। আমি সব মেডিকেল টেস্ট করিয়েছি। আমি আমার ও আমার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো সমস্যা নেই। আমি এনএসআই-এর কাছে কৃতজ্ঞ। সরকার ও এনএসআই উদ্ধার করার জন্য অনেক কিছু করেছে।’

—-ইউএনবি