January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 9th, 2023, 9:02 pm

জামালকে আবারও আর্জেন্টিনায় খেলার আমন্ত্রণ

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলার আমন্ত্রণ আগেই পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে প্রিমিয়ার লিগের মাঝপথে চেষ্টা করেও যেতে পারেননি। তবে আবার আমন্ত্রণ পেয়ে যাওয়ার কথা ভাবছেন দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডার। এরই মধ্যে আর্জেন্টিনা থেকে ক্লাব সংশ্লিষ্ট একজন জামালের সেখানে খেলা অনেকটা নিশ্চিত বলে টুইট করেছেন। ২৭ আগস্ট জার্মিনালের বিপক্ষে প্রথম ম্যাচে জামাল মাঠে নামতে পারেন বলে ধারণাও দেওয়া হয়েছে। এমনও বলা হয়েছে জামাল এখন আর্জেন্টিনার পথে।

তবে বাংলাদেশ অধিনায়ক এখন দেশে নেই। তার সঙ্গে যোগাযোগ করলেও পুরো বিষয়টি উড়িয়ে দেননি। তবে পথ অনেক কঠিন। সংবাদমাধ্যমের কাছে জামাল বলেছেন, ‘আসলে আমি আর্জেন্টিনার ক্লাব থেকে এমনি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পেয়েছি। আরও দুজন বন্ধু আমন্ত্রণ পেয়েছে। তবে আমি সেখানে এখনও যাইনি। এই মুহূর্তে হল্যান্ডে আছি। সোল দা মায়োতে খেলা কঠিনই বলবো। আমি খেলতে পারবো কিনা জানি না। আগামী মাসে দেশে আসবো। তারপর সিদ্ধান্ত নেবো কী করবো।’