January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 9th, 2023, 9:08 pm

ফ্রান্সে প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্রে আগুন, নিখোঁজ ১১

অনলাইন ডেস্ক :

পূর্ব ফ্রান্সের উইন্টজেনহেইমে একটি প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্রে অগ্নিকান্ডের পর অন্তত ১১ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ আগষ্ট) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়। সকাল ৬টা ৩০ মিনিটে আগুন লাগে এবং এরপর দ্রুত আগুন নিভিয়ে ফেলে দমকল বাহিনী। অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ৫০০ বর্গমিটার ভবনের ৩০০ বর্গমিটার আগুনে পুড়ে যাওয়ায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ হওয়া ১১ জন প্রাপ্তবয়স্ক বলে জানানো হয়েছে। সূত্র : আল অ্যারাবিয়া